ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজ (Prohibitions during Ihram)

ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজ

(১) সেলাইযুক্ত যে কোন কাপড় বা জুতা ব্যবহার, এক্ষেত্রে স্পঞ্জ সেন্ডেলের ব্যবহার করা।
(২) মস্তক ও মুখমন্ডল (ইহরামের কাপড়সহ যে কোন কাপড় দ্বারা) ঢাকা,
(৩) পায়ের পিঠ ঢেকে যায় এমন জুতা পরা।
(৪) চুলকাটা বা ছিড়ে ফেলা,
(৫) নখকাটা,
(৬) ঘ্রানযুক্ত তৈল বা আতর লাগানো।
(৭) স্ত্রীর সঙ্গে সংগম করা।
(৮) যৌন উত্তেজনামূলক কোন আচরণ বা কোন কথা বলা।
(৯) শিকার করা।
(১০) ঝগড়া বিবাদ বা যুদ্ধ করা।
(১১) চুল দাড়িতে চিরুনী বা আঙ্গুলী চালনা করা, যাতে ছিড়ার আশংকা থাকে।
(১২) শরীরে সাবান লাগানো।
(১৩) উকুন, ছারপোকা, মশা ও মাছিসহ কোন জীবজন্তু হত্যা করা বা মারা।
(১৪) কোন গুনাহের কাজ করা, ইত্যাদি।

Prohibitions during Ihram

As has already been discussed, ihram is established by talbiyah or what is considered of its kind, [see Rule 182] despite the niyyah to wear ihram. Once ihram is worn twenty five things become forbidden:
Hunting. Sexual union. Kissing a woman. Touching a woman. Looking at a woman and flirting with her.Masturbating. Reciting nikah. Wearing perfume. Wearing sewn clothes by men. Wearing antimony (surma). Looking in the mirror. Wearing shoes, slippers or socks. Outrage (Fusouq). Quarrelling. Killing insects found on humans, [such as lice]. Beautifying oneself. Applying oil. Removing hair from the body. Covering the head, for males, or dipping one’s body in water, even for females. Covering of the face by females. Sheltering in the shaded placef or males. Bleeding one’s body. Cutting nails. Extracting tooth, according to some scholars. Carrying arms.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *